আমতলী প্রতিনিধি: বাচ্চাদের দোলনা তৈরিকে কেন্দ্র করে দুই শিক্ষক পরিবারের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষকসহ তিনজন আহত হয়েছে। গুরুতর আহত দুই শিক্ষককে স্বজনরা উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের বাসুগী গ্রামে রবিবার সকালে।
জানাগেছে, আমতলী পৌর শহরের বাসুগী গ্রামের খলিলুর রহমানের গাছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান তার ছেলের জন্য রশি দিয়ে দোলনা তৈরি করে। ওই দোলনা তার চাচা খলিলুর রহমান খুলে ফেলে। এতে ক্ষুব্ধ হয় শিক্ষক আব্দুর রহমান। এ নিয়ে রবিবার সকালে খলিলুর রহমান ও তার ভাতিজা শিক্ষক আব্দুর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের বাসুগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, ছোটনীলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান ও খলিলুর রহমান আহত হয়। আহত তিনজনকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সিদ্দিকুর রহমান ও আব্দুর রহমানকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। আহত দুই শিক্ষক সম্পর্কে চাচাতো ভাই। আহত শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, আমার বৃদ্ধ বাবাকে আব্দুর রহমান লোকজন নিয়ে মারধর করে। আমি বাবাকে রক্ষায় এগিয়ে গেলে আমাকেও পিটিয়ে গুরুতর জখম করেছে। আব্দুর রহমান বলেন, আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম এমন মুহুর্তে সিদ্দিকুর রহমান ও তার লোকজন আমাকে পিটিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ মেহেরীন আশ্রাফ বলেন, গুরুতর আহত দুই শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply