1. admin@dipanchalnews.com : dipanchalAd :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

বরগুনায় বিশাল নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ Time View

বরগুনা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন- ২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণসহ সরকারের উন্নয়নের বার্তা সবার মাঝে পৌঁছে দিতে বরগুনায় বিশাল নাগরিক সমাবেশ করেছে বরগুনা ০১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে বরগুনা শহরের টাউন হল শহীদ মিনার মাঠে হাজার হাজার মানুষের মুখরিত ভীড়ে এই বিশাল নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় জনতার কাছে বিভিন্ন উন্নয়ন কথা তুলে ধরে এবং এ উন্নয়নকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও দোয়া প্রার্থনা করা হয়।

বিশাল নাগরিক সভায় গোলাম কিবরিয়া পিন্টুর সঞ্চালনায় বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন।

নাগরিক সমাবেশে বক্তারা বলেন, আসছে জাতীয় দ্বা-দশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দেয় এবং তিনি ০১ আসনে এমপি হলে উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে বরগুনার দৃশ্য পাঠ। বরগুনাবাসী তাদের সর্বোচ্চ আস্থা নিয়ে থাকতে পারবে এবং সকল ন্যায্য অধিকার নিয়ে চলবে এমন আশ্বাস দিয়ে হাজার হাজার জনতার কাছে এমপি প্রত্যাশী মনিরুল ইসলাম এর জন্য দোয়া চেয়েছেন। 

নাগরিক সমাবেশে বরগুনা ০১ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. মনিরুল ইসলাম বলেন, আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

গত ১৫ বছরের উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও সকলকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এবং আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে বর্তমান উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চেয়েছি কিন্তু কতটুকু পেরেছি জানিনা।

তবে আমাকে যদি দল থেকে মনোনয়ন দেওয়া হয় এবং আমি যদি এমপি হই আপনাদের সকল দুর্দশা লাগবে আমি পাশে থাকব সর্বদা। এবং সকল আশা-আকাঙ্ক্ষা পূরণ করে উন্নয়নের ছোঁয়া দিয়ে বরগুনার চিত্র পাল্টে দিবো। এবং আমি যদি কোন নির্বাচন নাও করি তার পরেও সারাজীবন সাধারণ জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 The Daily Dipanchal
Customized By BlogTheme