1. admin@dipanchalnews.com : dipanchalAd :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন

বামনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২২৪ Time View

মোঃ জাকির হোসাইন, বামনা থেকে: বরগুনার বামনা উপজেলার আন্তঃ ডাকাত দলের কুক্ষ্যাত দুই ডাকাতকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো বামনা উপজেলার ঢুষখালী গ্রামের আব্দুল কাদের ওরফে ধলু খাঁ এর পুত্র মোঃ বেল্লাল খাঁ (৩৩), সোনাখালী গ্রামের রত্তন খাঁ পুত্র মোঃ মিলন খাঁ (২৮)।

বামা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম শুক্রবার সকালে তার অফিস রুমে এ প্রেস কনফারেন্স এর মাধ্যমে জানান গত ২০ নভেম্বর বামনা উপজেলার পূর্ব বলইবুনিয়া গ্রামের মোঃ আবু হানিফ এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তখন জনতা ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামের মৃত সেকান্দার হাওলাদার পুত্র মোঃ আব্দুল মালেক (৫২) ডাকাতকে শট গানসহ আটক করে। পুলিশের হাতে সোর্পদ করে। ডাকাত মালেকের প্রাথমিক তথ্য মতে গ্রেফতারকৃত কুক্ষ্যাত ডাকাত বেল্লাল ও মিলন জড়িত আছে বলে তথ্য পাওয়া যায়। তখন থেকে প্রযুক্তির ব্যবহারের মাধ্যম গতকাল বৃহস্পতিবার বিকালে বরিশার বিশ্ববিদ্যালয় এলাকায় আত্নগোপনে থাকা অবস্থায় তাদেরকে গ্রেফতার করে বামনা থানা নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে বামনা থানা সহ বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র ডজন খানেক মামলা রয়েছে। অধিকাংশ মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরয়ানা রয়েছে। তারা বামনা এলাকার দুর্ধর্ষ ডাকাত নামে পরিচিত। তাদের বরগুনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 The Daily Dipanchal
Customized By BlogTheme