স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নে অতিদরিদ্র ও শ্রমজীবি ১৯৫১ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া উপহারের বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল ২৪) উপজেলার ঢলুয়া ইউনিয়নে বসবাসরত সাধারণ, অসাহায় ও দুস্থদের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়। এর আগে গত বুধবার (৩ এপ্রিল ২৪) সকাল থেকে দুপুর পর্যন্ত নিবন্ধিত ১৪৮০ জেলেদের মাঝে জনপ্রতি ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। ট্যাগ অফিসারের উপস্থিততে এ সকল চাল বিতরণ করা হয়।
একাধিক উপকার ভোগী জানিয়েছেন, ঈদে ছেলে মেয়ে বাড়িতে বেড়াতে আসবে। চাল সংকট ছিলো। মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে আমরা আনন্দিত।
ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপন বলেন, আমার ইউনিয়নে চাল বিতরণের কথা শুনে, সাড়ে ৩-৪ হাজার লোক এসেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে ১৯৫১ জনকে ভিজিএফ’র আওতায় আনা হয়েছে। যার কারনে সকলকে চাল দেওয়া সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবী শতভাগ অসহায়কে ঈদ উপহার দেওয়া হোক। যাতে সকলে আনন্দিত হয়।
Leave a Reply