জে এম ইমরান হোসেন মনির: ২৮ এপ্রিল ২০২৪ রোজ রিবার বিকাল দুপুর ১২ ঘটিকায় মানবিক বরগুনা ও রক্তদান সংগঠন ইসলামী ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে তীব্র তাপদাহে তৃষ্ণাতুর পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে। সংগঠনের সভাপতি জে এম ইমরান হোসেন মনিরের নেতৃত্বে বরগুনা শহিদ মিনার রোড প্রধান কার্যালয়ে হতে শুরু করে টাউন হল প্রধান সড়কের দু সাইড দিয়ে পৌরসভার সামনে থেকে আবুল হোসেন কেন্দ্রীয় ঈদগাহ, বরগুনা থানা,সার্কিট হাউস ও বরগুনা জেনারেল হাসপাতালে বিতরণ শেষে সমাপ্তি ঘটে। এতে উপস্থিত ছিলেন মানবিক বরগুনা সহ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম মাহাদী হাসান আল হাদী, সাংগঠনিক সম্পাদক মাসুমবিল্লাহ, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিলা, সমাজকল্যাণ ত্রাণ কল্যাণ বিষয়ক সম্পাদক তামিম মাহমুদ, রক্তদান সম্পাদক মেহেদী হাসান, নুসরাত জাহান মিম, মোসাইদুল ইসলাম নাকীম, আয়শা, ওলিউল্লাহ হাং, রাসেল প্রমুখ।
Leave a Reply